মান্তা শিশুদের হাসিতে ফুটে উঠে উন্নয়নের চিত্র

মন্ত্রীপরিষদ সচিব মাহাবুব হোসেন

মন্ত্রীপরিষদ সচিব মাহাবুব হোসেন

পটুয়াখালীতে জলে ভাসমান মানতা সম্প্রদায়ের জন্য নির্মিত মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেছেন মন্ত্রীপরিষদ সচিব মাহাবুব হোসেন। 

শনিবার বিকেলে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ মান্তা পল্লীতে পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ৫৯ সুবিধাভোগীর মাঝে খাদ্য সহায়তা ও কম্বল বিতরণ করা হয়। 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিনুল আহসান, পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মাইনুল হাসান ও রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মূহিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রীপরিষদ সচিব বলেন,  মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে যে উন্নয়নের নজির স্থাপন হয়েছে,  তার বড় প্রমাণ এই মানতা সম্প্রদায়।  এক সময় যেসব মানুষ ঠিকানাহীন ছিল, নদীতে বসবাস করতো, তারা এখন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। 

ছেলে মেয়েদের লেখাপড়া সহ সকল মৌলিক অধিকার নিশ্চিত হয়েছে। মান্তা শিশুদের হাঁসিতে ফুটে উঠে উন্নয়নের চিত্র।

   


পাঠকের মন্তব্য