রামুতে বনের গাছ কেটে পাচারকালে বিপুল পরিমাণ কাঠ জব্দ 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা

রামুর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানের ছড়া রেঞ্জের বাইন্যাকাটার মোহাম্মদ হোসেন ঘোনা এলাকায় বেশকিছু সামাজিক বনায়নের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে খবর পাওয়া গেছে। 

সোমবার(৬মার্চ) দুপুরে খবর পেয়ে রামু উপজেলা প্রশাসন তাৎক্ষনিক ঘটনাস্থলে গেলে সামাজিক বনায়নের ছোট গাছ কাটা অবস্থায় দেখতে পায় । তা জব্দ করে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তাকে হস্তান্তর করা হয় বলে জানা যায়। এদিকে পানেরছড়া বিট কর্মকর্তা সোহেল হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ভূমিদস্যু'রা তাকে ধারারো অস্ত্র দিয়ে আক্রমণ করে বলে জানান বিট কর্মকর্তা। 

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান,গোপন সংবাদের ভিত্তিতে পানের ছড়া রেঞ্জের বাইন্যাকাটার মোহাম্মদ হোসেন ঘোনা এলাকায় বেশকিছু সামাজিক বনায়নের গাছ দুর্বৃত্তরা কেটে ফেলেছে বলে খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং দেখা যায় বেশ কিছু সামাজিক বনায়নের গাছ কাটা হয়েছে । তা জব্দ করে রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহতকে বুঝিয়ে দেয়া হয়েছে। যারা বনায়নের গাছ কেটেছে তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বন বিভাগ।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম জানান, স্থানীয় কিছু বনদস্যূ সামাজিক বনায়নের গাছ কেটে ফেলেছে এমন খবর পেয়ে বিট কর্মকর্তা সোহেল হোসেন ফোর্স নিয়ে গেলে তাদের ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। পরে রামু উপজেলা প্রশাসনসহকারে অভিযান পরিচালনা করে সামাজিক বনায়নের কর্তনকৃত গাছগুলো জব্দ করা হয়। জড়িতদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তার আগে শুরুতে বিট কর্মকর্তা সোহেল হোসেনকে আক্রমন করলেও পরে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।।

   


পাঠকের মন্তব্য