গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে গণফ্রন্টের প্রার্থীতা ঘোষণা

প্রেসিডিয়াম সদস্য- শরিফুল ইসলাম গণফ্রন্ট

প্রেসিডিয়াম সদস্য- শরিফুল ইসলাম গণফ্রন্ট

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে গণফ্রন্ট-এর দলীয় প্রার্থী হিসেবে নিজের প্রার্থীতা ঘোষণা করেছেন মোঃ শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম গণফ্রন্ট এর প্রেসিডিয়াম সদস্য।

বুধবার (১৫ মার্চ) বিকেল তিনটায় গণফন্টের উপজেলা কমিটির আয়োজনে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থীতা ঘোষণা করে বলেন, আমার দলীয় প্রতীক হচ্ছে মাছ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শরিফুল ইসলাম বলেন, নির্বাচিত হলে তিনি সুন্দরগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তরিত করবেন। এলাকার রাস্তা-ঘাট, স্কুল, কলেজ, মাদরাসাসহ মসজিদ, মন্দির ও সকল ধরণের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করবেন। গরীব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাড়াবেন। 

এছাড়া তিস্তা নদীর ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বেকারত্ব দূরীকরণে শিল্প-কল কারখানা স্থাপনসহ নানামূখি উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবেন। শরিফুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি বর্তমানে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। 

তিনি সুন্দরগঞ্জ উপজেলাবাসির নিকট দোয়া কামনা করেন। এসময় তার দলীয় লোকজন উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য