রাঙ্গাবালীতে পালিত হলো বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস  

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। 

আজ শুক্রবার সকাল ১০ টার সময় রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচান সভা করা হয় এবং সভা শেষে শিশুদের নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে। 

এ সময় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী-কমিশনার মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওলিদ তালুকদার, উপজেলা কৃষি অফিসার ইকবাল আহম্মেদ, উপজেলা শিক্ষা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, উপজেলা আইসিটি অফিসার মাসুদ হাসান, উপজেলা বিএরডি কর্মকর্তা রিপন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক নুরে আলম ফকু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক শাদ্দাম হোসেন শোভন, ছোটবাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিবলী, রাঙ্গাবালী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন মাস্টার ও সাধারণ সম্পাদক মনজু হাওলাদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

   


পাঠকের মন্তব্য