তারাকান্দায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে আনন্দ র‍্যালি 

তারাকান্দায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে আনন্দ র‍্যালি 

তারাকান্দায় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে আনন্দ র‍্যালি 

"আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার" এই প্রদিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২১মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত' র সভাপতিত্বে আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. ফজলুল হক,ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রনু ঠাকুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাকন, তারাকান্দা প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক রেজাউল কবীর ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। 

জানা গেছে,তারাকান্দা উপজেলায় ১ম পর্যায়ে রামপুর ইউনিয়নে মাধবপুর গ্রামে ৩৫ টি, বালিখাঁ ইউনিয়নে মাসকান্দায় ১৫টি মোট ৫০টি ২য় পর্যায়ে কামারগাঁও ইউনিয়নে কামারগাঁওয়ে ২৮ টি, রাজদারিকেলে ১২ টি মোট ৪০ টি, ৩য় পর্যায়ে বানিহালা ইউনিয়নের বানিহালায় ১২ টি, বালিখাঁ ইউনিয়নে বালিখাঁয় ২৮ টি মোট ৪০টি, ও ৪র্থ পর্যায়ে বানিহালা ইউনিয়নের বানিহালায় ১৮ টি, বালিখাঁ ইউনিয়নের বালিখাঁয় ৩টিসহ মোট ২১টি সর্বমোট ১শত ৫১ টি বিনামূল্যে ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে। যার প্রতিটি ঘরের ব্যয় ধরা হয়েছে১ লক্ষ ৭০ হাজার খেকে ২ লক্ষ ৮৪ হাজার টাকা পর্যন্ত। 

তারাকান্দা উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা উপলক্ষে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করার লক্ষ্যে সারাদেশের আনন্দ র‍্যালি করা হয়। তারাকান্দায় আগামীকাল আরও ২১টি বাড়ি হস্তান্তর পড় ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে।

   


পাঠকের মন্তব্য