পাইকগাছায় প্রধানমন্ত্রীর উপহার গৃহ পাবার প্রতীক্ষায় ৬৬ পরিবার 

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

বাংলাদেশের একটি মানুষও গ‌হহীন থাকবেনা- প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে একক গৃহ নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। 

তারই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে পাইকগাছা উপজেলায় উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজনের উপস্থিততে উৎসবমুখর পরিবেশে খুলনা ৬ (কয়রা-পাইকগাছা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু কর্তৃক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৬৬ জন উপকারভোগীর মাঝে জমি ও ঘরের দলিল সমূহ হস্তান্তর করবেন বলে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসকল তথ্য উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানিয়েছেন।
 
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংকালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, পিআইও ইমরুল কায়েস, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ সহ সকল প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ। 

এসময়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইতোপূর্বে ভূমিহীন ও আশ্রয়হীন ৬৯০টি পরিবারকে দুই শতাংশ করে জমিসহ নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। 

তৃতীয় পর্যায়ের সোলাদানা ইউনিয়নে অবশিষ্ট ১৪টি এবং চতুর্থ পর্যায়ে হরিঢালী ইউনিয়নে আরও ৫২টি সহ মোট ৬৬টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই কক্ষ বিশিষ্ট টিনের ছাউনির নতুন ঘর ও দুই শতাংশ করে জমির দলিল হস্তান্তর করার জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।   প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান সফল করার জন্য তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

   


পাঠকের মন্তব্য