গলাচিপায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরো ১৩৪টি পরিবার

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’

‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্যের আলোকে এবারের রমজান মাস আর ঈদুল ফিতর নতুন ঘরে কাটাবেন দেশের আরও প্রায় ৪০ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ৪র্থ পর্যায়ে উপহারের আরো ১'শত ৩৪টি নতুন জমিসহ ঘর পেল গৃহহীন ও ভূমিহীন পরিবার। 

বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবন থেকে দেশের তিনটি উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ঘর ও জমি হস্তান্তর করেন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন। মূল অনুষ্ঠানের সাথে উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে প্রজেক্টরের মাধ্যমে অংশ নেয় গলাচিপা উপজেলা প্রশাসন। নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: ওবায়দুল রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মু.সাহিন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কাজী আবদুল মোমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী সহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সূধীজন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগী গৃহহীন-ভূমিহীন পরিবারের সদস্যরা। 

অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে দেশের প্রতিটি উপজেলার ন্যায় গৃহহীন ও ভূমিহীন মুক্ত গলাচিপা উপজেলা ঘোষণার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর, সনদ ও দুই শতক জমির দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। এসময় সুবিধাভোগী পরিবারের সদস্যরা খুশি ও উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। 

   


পাঠকের মন্তব্য