মোরেলগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

মোরেলগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

মোরেলগঞ্জে স্বাধীনতা দিবস পালিত

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : সারাদেশের ন্যায় বাগেরহাটের মোরেলগঞ্জেও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ রোববার সূর্যদ্বয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৬টায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। এরপর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি -বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার কবর জিয়ারত করা হয়। 

সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দুপুর ২ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা পরিষদ কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো শাহ-ই আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার লিয়াকত আলী খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান। 

বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার  যথাক্রমে ডা. মো. মোসলেম উদ্দিন, তৈয়েবুর রহমান সেলিম, মো. আকরামুজ্জামান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মো.আরিফুল ইসলাম।

   


পাঠকের মন্তব্য