টেকনাফে ইয়াবা ও ফেন্সিডেল সহ আটক-১

টেকনাফে ইয়াবা ও ফেন্সিডেল সহ আটক-১

টেকনাফে ইয়াবা ও ফেন্সিডেল সহ আটক-১

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের আভিযানিক দল হ্নীলায় বসত-বাড়িতে অভিযান চালিয়ে ১শ ৩৪বোতল ফেন্সিডেল ও ৬শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ২৬মার্চ রাতের প্রথম প্রহরে (রাত ১টারদিকে) টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোনের) সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃত্বে একটি আভিযানিক দল হ্নীলা ইউপির দক্ষিণ-পশ্চিম ফুলের ডেইল এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আলমগীর (২৬) এর বসত-বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের খাটের নীচে একটি সিনথেটিক বস্তার ভিতর ১শ ৩৪ বোতল ফেনসিডিল ও ৬শ পিস ইয়াবাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করে।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (অস্থায়ী জোনের) সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান,এই ঘটনায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ইয়াবা ও ফেন্সিডেলসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

উল্লেখ্য, টেকনাফ সীমান্তে ভিআইপি মাদকসেবীরা মুলত ফেন্সিডেল সেবন করে থাকে। এছাড়াও ইয়াবা চোরাচালান কাজে জড়িতরা এই ফেন্সিডেলের চালান ওপারে সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উপহার স্বরূপ দিয়ে তাদের মাদকের চালান নির্দিধায় এইপারে আনতে সহায়তা পান বলে একাধিক সুত্রের দাবী।

   


পাঠকের মন্তব্য