নারী ঘটিত ঘটনা ফাঁস; ইউপি চেয়ারম্যানের অপসারন দাবি

লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস

লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস

পাইকগাছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত -সমালোচিত নারী ঘটিত অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ফাঁস হওয়ায় শেষ পর্যন্ত ঐ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপসারণ সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দাখিল হয়েছে। 

সোমবার দুপুরে লতা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আলমগীর খলিফা ও সোহরাব হালদারসহ প্রায় শতাধিক ব্যক্তির গণস্বাক্ষরিত অভিযোগটি ইউএনও'র কার্যালয়ে জমা দেয়া হয়। 

অভিযোগে জানা যায়, গত ক'দিন ধরে ‘সেক্সচুয়্যাল এ ভিডিওটি একে অপরের মোবাইলে ফাঁস হলে সব মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগে জানা যায়, ক'দিন পূর্বে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও এক যুবতীর মধ্যে অনৈতিক ভিডিও ফাঁস হলে গোটা এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। এ ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান কাজল বে-কায়দায় পড়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখে এক প্রকার আত্মগোপনে যান। 

ভিডিও ফাঁসের ঘটনাটি মুখোরোচক আলোচনাসহ সোশ্যাল মিডিয়ায় এমনকি পত্র-পত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশ হয়। সর্বশেষ ও চেয়ারম্যানের  অপসারণ ও শাস্তিমূলক ব্যবস্থা নিতে  উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের কাছে অভিযোগ হয়েছে। এবিষয়ে  লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ  থাকায় তার মতামত নেওয়া সম্ভব হয়নি। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এ প্রতিনিধিকে জানান, লতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগটি ফরোডিং করে  সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য