লোকসানে তরমুজ চাষীরা; পাশে দাঁড়ালো কৃষি বিভাগ

মোসা: নূরুন্নাহার বেগম, কৃষি বিপণন কর্মকর্তা

মোসা: নূরুন্নাহার বেগম, কৃষি বিপণন কর্মকর্তা

হঠাৎ বৃষ্টিতে লোকসানে থাকা তরমুজ চাষীদের খোঁজ খবর নিতে মাঠে নেমেছেন পটুয়াখালী সিনিয়র কৃষি বিপণন বিভাগ।

গত শুক্রবার থেকে কৃষি বিপণন কর্মকর্তা মোসা: নূরুন্নাহার বেগমের নেতৃত্ব জেলার কলাপাড়া, রাঙ্গাবালী, গলাচিপা, বাউফল ও দশমিনার তরমুজ চাষীদের খোঁজ খবর নিচ্ছেন। 

সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোসা: নূরুন্নাহার বেগম বলেন, জেলায় এ বছর তরমুজ উৎপাদন আশানুরূপ ছিলো এবং দামও ছিলো সন্তোষজনক যে সব চাষী আগাম তরমুজ দিয়েছেন তাদের ফলন ভালো হয়েছে এবং দামও পেয়েছে ভালো।  অসময়ে বৃষ্টি ও শীলাবৃষ্টির কারনে বেশীর ভাগ চাষীদের তরমুজ মাঠেই নষ্ট হয়েছে। বর্তমানে বাজারদর কিছুটা নিন্মগামী হওয়ার কারনে চাষীরা তেমন ভালো দাম পাচ্ছে না। 
 
তরমুজ চাষীদের পাশাপাশি পাইকার ও খুচরা ব্যাবসসায়ীরাও লোকশানের মধ্যে পরেছেন এবং চাষীদের খেতে যে পরিমাণ তরমুজ আছে, আর কোনো বৃষ্টি না হলে চাষীরা লাভবান হবেন। 

তরমুজ চাষীরা যাতে ন্যায্যমূল্য পায় সে ব্যাপারে বাজার সংযোগের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 

   


পাঠকের মন্তব্য