গলাচিপায় সাংবাদিকদের সঙ্গে 'সিডফ' এর সংলাপ  

সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

পটুয়াখালীর গলাচিপায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেজুতি হেলথ এন্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডফ) এর আয়োজনে ও অক্সফাম ইন বাংলাদেশের আর্থিক সহযোগিতায় পরিচালিত 'মান্তা জেলে নারীদের নেতৃত্ব নির্মাণ ও ক্ষমতায়ন' প্রকল্পের কার্যক্রম বিষয়ক স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের সাথে সংলাপ হয়েছে। 

সোমবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংলাপে সভাপতিত্ব করেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক সংকর লাল দাস। প্রকল্প ম্যানেজার বায়েজিদ জুয়েল এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রাখেন 'সিডফ' নির্বাহী পরিচালক, মোঃ শাহীন মিয়া। তিনি তার বক্তব্যে 'সিডফ' পরিচিতি ও প্রকল্প বিষয় অবহিত করে বলেন, ”সিডফ” ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে উপকুলীয় জেলা পটুয়াখালীতে কয়েকটি উপজেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অবহেলিত দরিদ্র জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে। 

বিশেষ করে চর এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে তাদের আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে মর্যাদাসম্পন্ন ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে চলছে। তিনি প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বলেন, মান্তা সম্প্রদায়ের জেলে নারী দল গঠন ও সক্ষমতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষন প্রদান করা হবে। তাদের বড় একটা অংশের জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয় পত্রের প্রাপ্তি নিশ্চিতে সহযোগিতা করা হবে। 

এসময় তিনি পিছিয়েপরা ও তুলনামুলক অদৃশ্য এ জনগোষ্ঠীকে মুলধারায় সম্পৃক্ত করতে উপস্থিত সকল মিডিয়া প্রতিনিধিদের সহযোগিতার অনুরোধ করেন। সংলাপে উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি মু: খালিদ হোসেন মিলটন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান, দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সুমিত কুমার দত্ত মলয়, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি কাউসার আহমেদ, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ হাসান এলাহী, সাধারণ সম্পাদক সায়েম আহমেদ সোহেলসহ বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

উপস্থিত সাংবাদিকগণ প্রকল্পে গৃহীত কার্যক্রমের পাশাপাশি মান্তা জেলে পরিবারের শিশুদের লেখাপড়ার জন্য ভাসমান নৌকা স্কুল কার্যক্রম চালু করার পক্ষে সুপারিশ করেন। 

   


পাঠকের মন্তব্য