পটুয়াখালীর ছাত্রলীগ নেতা গাজী শিহাবের বৃক্ষরোপণ

শাহাব-উদ্দীন আহমেদ (গাজী শিহাব)

শাহাব-উদ্দীন আহমেদ (গাজী শিহাব)

পটুয়াখালী শহরের রাস্তাঘাট,স্কুল-কলেজসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেছেন ছাত্রলীগ কর্মী শাহাব-উদ্দীন আহমেদ (গাজী শিহাব)।

পরিবেশের ভারসাম্য চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় বৃদ্ধি পেয়েছে বৈষ্ণিক উষ্ণতা। জলবায়ুর এ পরিবর্তনের কারন হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন মানুষ কর্তৃক পরিবেশ বন্ধু বৃক্ষের অতিরিক্ত মাত্রার কর্তনকে। আর পরিবেশের এ বিপর্যয় থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অপরিসীম।

মূলত এসকল বিষয়কে সধুবাদ জানিয়েই আজ ১৯ই এপ্রিল (বুধবার) সকাল দুপুর ১২ টায় পটুয়াখালী'র বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করেন ছাত্রলীগ নেতা গাজী শিহাব। 

জানা যায়, শহরের পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, পটুয়াখালী সরকারী কলেজ, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজ, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠসহ শহরের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি স্থানে রেইন্ট্রি, মেহগনিসহ অন্যান্য বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি গাছ রোপণ করেন শিহাব। এসময় তার সাথে রাজনৈতিক সহকর্মীরা উপস্থিত ছিলেন।

গাজী শিহাব বলেন, আমি পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ ভাইয়ের নির্দেশেই এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। আমরা মনে করি পরিবেশকে রক্ষা করতে প্রত্যেকের বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিৎ।

   


পাঠকের মন্তব্য