বগুড়ার নন্দীগ্রামে চাঁদরাতে বেচাকেনার ধুম 

নন্দীগ্রামে চাঁদ রাতের বেচাকেনা

নন্দীগ্রামে চাঁদ রাতের বেচাকেনা

বগুড়ার নন্দীগ্রামে চাঁদরাতে বেচাকেনার ধুম পরেছে। তীব্র গরমে নাভিশ্বাস উঠছে তবুও থেমে নেই নন্দীগ্রামে চাঁদ রাতের বেচাকেনা। নন্দীগ্রামের সকল বিপণিবিতান গুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়।  

সময় মাত্র আর কয়েক ঘন্টা, রাত পোহালেই ঈদ-উল ফিতর, তাই ধনী-গরিব নির্বিশেষে সবাই শেষ মুহুর্তে ছুটছেন মার্কেট বিপণি বিতানে। কিনছেন নিজের এবং প্রিয়জনের ঈদের পোশাক। কাপড় আর জুতার দোকানের পাশাপাশি বিভিন্ন পণ্যের দোকানগুলোতেও চলছে জমজমাট বেচাকেনা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত খোলা থাকছে   এসব দোকানপাট। 

ঈদ মার্কেট করতে আশা রানা মিয়ার সাথে কথা বললে তিনি জানান, রাত পোহালেই পবিত্র ঈদ-উল ফিতর, কেনা কাটার সময় পাইনি, তাই চাঁদ রাতেই আসলাম পরিবার ও নিজের জন্য কিছু কেনাকাটা করতে, দাম একটু বেশি এবং সকল বিপণিবিতান গুলোতে প্রচন্ড  ভির, তবুও কিনতে তো হবেই, এবার মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের অনেকেই ভিড় করছেন এসব মার্কেটে। রমজানের শুরু থেকে বিপণিবিতান গুলোতে তেমন একটা ভির লক্ষ করা যায়নি, তবে চাঁদ রাতে বিপণিবিতান গুলোতে  দেখা গেছে উপচে পড়া ভিড়।

   


পাঠকের মন্তব্য