অনন্ত বর্ষাকে অভিনয়ের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখার পরামর্শ 

চিত্রনায়ক অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

চিত্রনায়ক অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা

উপমহাদেশের খ্যাতিসম্পন্ন অভিনেত্রী স্মিতা পাতিল একবার বলেছিলেন, "আমি সবসময় আমার ছবিতে নিজের ডাবিং দিতে প্রেফার করি। অন্যের কণ্ঠস্বরের প্রতি আমার আস্থা নেই। ক্যামেরার সামনে যত কষ্ট করে এক্সপ্রেশন দেই, ক্যামেরার পেছনে ডাবিং রুমে সেটা আয়ত্ব  করতে না পারলে আমি কিসের অভিনেত্রী ??" বর্ষার উচিত ভারতে গিয়ে চলচ্চিত্র ইনস্টিটিউটে পড়াশোনা করা। তিনি অভিনয় করতে জানেন না। কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত নায়িকা বলে দাবি করেন। বাংলাদেশে অনন্ত জলিল বর্ষাই সম্ভবত একমাত্র জুটি যাদের সিনেমা দেখে পাবলিক হাসে। 

তাদের ইমোশনাল ও অ্যাকশন যেকোনো দৃশ্যের ডায়লগ ডেলিভারি এবং অ্যাপিয়ারেন্স  দেখে পাবলিক হিউজ এন্টারটেইনমেন্ট খুঁজে পায়। ইউটিউবে "কিল হিমের" টিজার ট্রেইলার ও রিভিউ দেখে এটাই বুঝলাম, উক্ত জুটির আনাড়ি অভিনয়, বাহুল্য এক্সপ্রেশন থেকে তারা কখনো বেরিয়ে আসতে পারবেন না। বিগ মাউথ বর্ষা মুম্বাইয়া হিরোইনদের মত এক্সপেন্সিভ ড্রেস ব্যবহার করলেও দর্শকের মনে অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছেন। 

প্রচার মাধ্যমে কথা বলার আগে প্রচুর রিহার্সাল করে এসেও একটা বাক্য গুছিয়ে উচ্চারণ করতে পারেননা। কথা বলার এমন খেলো স্টাইল আর কারো মধ্যে দেখিনি। এতদিন ধরে চিত্রজগতে আছেন কিন্তু নিজের অভিনয়ের উন্নতি ঘটাচ্ছেন না। ঠিকঠাক মতো নিজের ডাবিংটাও দিতে পারেন না। কিল হিমের ডাবিংয়ে অন্যকে ব্যবহার করেছেন। বর্ষার বিগ মাউথ বিস্তৃত হয়েছে। চান্স পেলেই শাড়ি ড্রেস জুয়েলারি নিয়ে লাখ লাখ টাকার জাবর কাটেন। এসব ছোটলোকি কেন? সোশাল মিডিয়ায় শোচনীয় আকারে ট্রোলড হবার অন্যতম একটা কারণ এই দম্পতির বিগ মাউথ। 
 
দিবাস্বপ্নের ঘোরে অনন্ত জলিলকে শাহরুখ খান ভাবা থাকা বর্ষা "কিল হিম" এর খুশিতে দুই পা কোলে নিয়ে শুন্যে ভাসছেন। ডিস্টার্বড মেন্টালিটির বর্ষার চোখে অনন্ত জলিলকে কোন অ্যাঙ্গেল থেকে পৃথিবীখ্যাত শাহরুখ খানের মত মনে হয়? এমন গাছে-মাছে কম্পারিজন কেউ করে নাকি? যাদের কোমরে জোর নেই তারা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করে। শাহরুখ খান কি জিনিস তা পরিমাপ করার আইকিউ বর্ষার নেই। মুম্বাইয়ের কিং খানকে গোটা পৃথিবী চেনে। উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ সবদিকেই কিং খান বিখ্যাত। কিন্তু জলিল সাহেবকে ক'জন চেনে? উনি কোটিপতি ব্যবসায়ী। নিজের টাকায় সিনেমা বানান। যদিও আমি "কিল হিম" সম্পর্কে পজিটিভ কথা বলেছিলাম।  ভেবেছিলাম, একটা চান্স দেয়া যেতে পারে। কেউ ভালো কিছু করতে চাইলে তাকে অনুপ্রাণিত করা উচিত। তাকে উৎসাহ দিলে বিরাট কোনো ক্ষতি হয়ে যায়না। 

কিন্তু নাহ, কিল হিমের ট্রেইলার দেখে হতাশ হলাম। এই জুটি সঠিক অর্থে বাংলা ছবির নায়ক নায়িকা হতে পারবেন বলে আর মনে হচ্ছেনা। কোটি টাকা গচ্চা দিলেও পাবলিক তাদের সিনেমা দেখে হুইসেল বাজাবেনা। বিবেক ওবেরয় অভিনীত "প্রিন্স" সিনেমার অনুকরণে নির্মিত কিল হিম। তারা ভেবেছেন নকল কাহিনী পাবলিক বুঝবেনা। হাঁটুর নিচের বুদ্ধি মেধা নিয়ে পাবলিককে বোকা বানাবেন? পরিচালক ইকবাল বিগ মাউথে অনন্ত জলিল বর্ষার চেয়ে আরও দশ কদম এগিয়ে। আমড়াকাঠের ঢেঁকি এই পরিচালক নিজেকে সুভাষ ঘাই ভাবছেন। হোয়াট এ্যা শেম.........!! ছেঁচড়া পরিচালক ইকবাল ঘাস খেয়ে সিনেমা বানিয়েছেন। 

পরিচালক নায়ক নায়িকা মিলিয়ে "কিল হিম" হচ্ছে একটা ফুল প্যাকেজ রিডিকুলাস কম্বিনেশন। শাহরুখ পত্নী গৌরী খানের জিঞ্জিরার ভার্সন বর্ষাকে পরামর্শ দেব, অল্প পানির মাছের মত লাফালাফি না করে অভিনয়ের স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখুন।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক- Mili Sultana

   


পাঠকের মন্তব্য