ফুলবাড়ীতে গরীব কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

ফুলবাড়ী উপজেলা যুবলীগ

ফুলবাড়ী উপজেলা যুবলীগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি ইরি-বোরো মৌসুমে জমিতে ধানের চারা রোপণের পর থেকেই কৃষকরা হাড়ভাঙা খাটুনি খেটে খেতে ধান ফলিয়েছেন। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রমের পর স্বপ্নের ফসল ঘরে তোলার সময় এখন। 

উপজেলার সর্বত্রই চলছে ধান কাটা মাড়াইয়ের কর্মযজ্ঞ। আর ধান কাটার ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকট ও শ্রমিকের চড়া মজুরীর কারণে খেতের ফসল ঘরে তুলতে হিমসিম খেতে হচ্ছে অনেককেই। 

খেতের ফসল নিয়ে বেশি বিপাকে পড়েছেন গরীব অসহায় কৃষকরা। গরীব অসহায় কৃষকরা না পারছেন নিজের খেতের ধান নিজে কাটতে। আবার অর্থাভাবে না পারছেন শ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলতে। এমন পরিস্থিতিতে গরীব অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ। "কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ" স্লোগানে গরীব অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন যুবলীগের নেতা-কর্মীরা। 

শুক্রবার সকালে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে প্রাণকৃঞ্চ গ্রামের গরীব অসহায় দুই জন কৃষকের ২বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন।

সরেজমিনে গিয়ে কথা হয় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য আজগর আলী মাস্টারের সাথে। তিনি জানান, সহিদুল ও সফিকুল গরীব কৃষক। তারা প্রত্যেকে এবারে ১বিঘা করে জমিতে ধান আবাদ করেছেন। খেতের ধান পেকেছে। বর্তমানে তাদের হাতে টাকাকড়ি নাই। কয়েক দিন ধরে শ্রমিকদের পিছু পিছু ঘুরছে। কিন্তু বাকিতে কোন শ্রমিক ধান কেটে দিতে রাজি হয়নি। এরা জমির ধান নিয়ে পড়েছেন বিপাকে। তাদের এই অবস্থার কথা জানতে পেরে উপজেলা যুবলীগের নেতাকর্মীরা তাদের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। যুবলীগের এমন উদ্যোগকে আমি সাদুবাদ জানাই।

উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে আমরা ফুলবাড়ী উপজেলা যুবলীগ গরীব অসহায় মানুষের পাশে আছি। আজকে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বকসী, মুকুল বিদ্যুৎ, সহসভাপতি নূরে আলম কবির লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক মোজাফ্ফর হোসেন সহ ৯নং ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা মিলে ২জন গরীব অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলাম। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে উপজেলার বিভিন্ন এলাকার গরীব অসহায় কৃষকের সহায়তায় আমরা উপজেলা যুবলীগ পরিবার কাজ করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

   


পাঠকের মন্তব্য