সুন্দরগঞ্জে মাদক কারবারীসহ ২ জুয়াড়ি গ্রেপ্তার

সুন্দরগঞ্জে মাদক কারবারীসহ ২ জুয়াড়ি গ্রেপ্তার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারিসহ ২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারী ও ২ জুয়াড়িকে আদালতে পাঠানো হয়। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এ পৃথক অভিযান চালান। এতে উপজেলার শান্তিরাম ইউনিয়নের মধ্য শান্তিরাম গ্রামের জনৈক মিল্লাত খন্দকার (৪০) এর বাড়ি থেকে ১ কেজি ওজনের গাঁজা উদ্ধার পূর্বক তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানা যায়।
এদিকে, রামজীবন ইউনিয়নের ডেমনীর বিল নামক স্থানে জুয়া খেলার সময় শহিদুল ইসলাম (৪০) ও মাসুদ রানা (৩০)কে গ্রেপ্তার পূর্বক তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা রুজু করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পাঠকের মন্তব্য