কৃষক লীগের আয়োজনে পটুয়াখালীতে ধান কাটা উৎসব

কৃষক লীগের আয়োজনে পটুয়াখালীতে ধান কাটা উৎসব

কৃষক লীগের আয়োজনে পটুয়াখালীতে ধান কাটা উৎসব

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ৬ মে (শনিবার) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা কৃষক লীগের আয়োজনে এক ধান কাটা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এসময় পটুয়াখালী সদর উপজেলাধীন বদরপুর ইউনিয়ন এর শিয়ালী গ্রামের কৃষক জালাল খানের এক একর জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন কৃষক লীগের নেতৃবৃন্দ।

পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য গাজী আলী হোসেন এর সভাপতিত্বে এবং জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় ধান কাটা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান।

এসময় আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল কামাল পল্টু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শফিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আঃ শাকুর, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, সহ দপ্তর সম্পাদক আবু বকর মাতুব্বর, সদস্য রুহুল কুদ্দুস, শাহাদাত হোসেন, পৌর কৃষক লীগের সদস্য সচিব জহিরুল ইসলাম খান, পৌর কৃষক লীগ নেতা মোঃ ফারুক হোসেন রানা, বদরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হেমায়েত মুন্সি এবং সাধারন সম্পাদক আঃ জব্বার বিশ্বাসসহ কৃষক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

কৃষক জালাল খান বলেন, কৃষক লীগের নেতৃবৃন্দ আমার ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দেয়ায় আমি কৃষক লীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পটুয়াখালী জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন জানান, "প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা পটুয়াখালী জেলা কৃষক লীগের নেতাকর্মীরা আজ কৃষক জালাল খানের ক্ষেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। সামনের দিনগুলোতেও আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা কৃষক লীগের নেতাকর্মীরা সব সময় কৃষকের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।"

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে কৃষক লীগের নেতৃবৃন্দ অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে। এরই অংশ হিসেবে পটুয়াখালীতেও কৃষক লীগের নেতৃবৃন্দ এ কর্মসূচির আয়োজন করেছে।

   


পাঠকের মন্তব্য