ফরিদপুরে সম্পত্তির ভাগ চাওয়ায় ছোট ভাইকে কোপালো বড় তিন ভাই

জাহিদ মোল্যা (৪০)

জাহিদ মোল্যা (৪০)

ফরিদপুরে পৈত্রিক সম্পত্তির ভাগ চাওয়ায় ছোট ভাইকে ধারালো অস্ত্র রামদা দিয়ে কুঁপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগ উঠেছে আপন বড় তিন ভাইয়ের বিরুদ্ধে। এ সময় তার স্ত্রীকেও আহত করা হয় বলে জানা যায়। ঘটনাটি শুক্রবার (০৫ মে) সকাল ৯টার দিকে ফরিদপুর সদরের বিলমামুদপুর গ্রামের মল্লিকডাঙ্গী এলাকায় ঘটেছে। আহত ব্যক্তি ঐ গ্রামের কালো মোল্যার ছোট ছেলে জাহিদ মোল্যা (৪০)। বর্তমানে ঐ দম্পত্তি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

এ বিষয়ে শনিবার (০৬ মে) আহতের শ্বশুর একই গ্রামের নুরুদ্দিন আহমেদ বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৭, জিআর নং- ৩২৫। 

জানা যায়, বিলমামুদপুরের মল্লিকডাঙ্গী এলাকার কালো মোল্যা ৪ পুত্র সন্তান ও ৪ জন কণ্যা সন্তান রেখে ২০০৩ সালে মারা যায়। বর্তমানে ৮ সন্তানের মধ্যে ৬ সন্তান জীবিত আছে। ভাইবোনদের মধ্যে জাহিদ মোল্যা সকলের ছোট। তার অপর তিন ভাই তৈয়ব মোল্যা (৫৫), ওহিদ মোল্যা (৪৮) ও শাহিদ মোল্যা (৪৫) এবং ৪ বোনের মধ্যে ২ বোন জীবিত আছে। এদের মধ্যে জাহিদ মোল্যা একটি বেসরকারি কোম্পানিতে চাকুরীর সুবাদে দীর্ঘদিন যাবত স্ত্রী-সন্তান নিয়ে পাশ্ববর্তী রাজবাড়ী জেলায় ভাড়া বাসায় বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি গ্রামের বাড়িতে ঘর দেয়ার জন্য ভাইদের কাছে জমি চাইলে তারা ক্ষিপ্ত হয়। 

এক পর্যায়ে গত শুক্রবার (০৫ মে) বড় তিন ভাই ও তাদের ছেলেরা জাহিদ মোল্যাকে মারধর করে এবং রামদা দিয়ে কুঁপিয়ে গুরুতর জখম করে। এ সময় তার স্ত্রী শ্রাবণী আক্তারকেও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে এবং তার গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করে।

শনিবার (০৬ মে) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জাহিদ মোল্যা এ প্রতিবেদককে বলেন, আজ পর্যন্ত আমি আমার বাবার সম্পত্তি ভোগ করিনি। আমার বড় তিন ভাই বাবার জমি ভোগ দখল করে আসছে। বর্তমানে আমি বাড়িতে ঘর দেয়ার জন্য জমি চাইলে ভাইয়েরা দিতে চায় না। আমি তাদের অনুরোধ করলে ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে। আমি এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি এবং প্রশাসনের মাধ্যমে আমার পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার অনুরোধ করছি। 

এ সময় জাহিদ মোল্যার স্ত্রী শ্রাবণী আক্তার বলেন, আজ পর্যন্ত আমি শ্বশুর বাড়িতে থাকিনি। বিয়ের পর থেকেই পাশেই বাবার বাড়িতে থাকি। সম্প্রতি আমার স্বামী ঘর দেয়ার জন্য পৈত্রিক সম্পত্তি চাইলে তারা দিতে চায় না। এরমাঝে শুক্রবারে ওরা বলে তোমরা আসো মিমাংসা করে দিবো। কিন্তু মিমাংসা করে দেয়ার নামে ডেকে নিয়ে আমার স্বামীকে মারধর করে। এ সময় তারা রামদা ও চাপাতি দিয়ে আমার স্বামীকে কুঁপাতে থাকে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারধর করে এবং গলায় থাকা একভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অপর তিন ভাইয়ের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে বক্তব্য নেয়া যায়নি।

   


পাঠকের মন্তব্য