হাতে স্যালাইন লাগানো অবস্থায় কেন্দ্রে পরিক্ষার্থী

সাদিয়া আক্তার (আশা)

সাদিয়া আক্তার (আশা)

পটুয়াখালীতে অসুস্থ্য হয়ে পড়ায়  হাতে সেলাইন লাগানো অবস্থায়ই এস.এস.সি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন সাদিয়া আক্তার (আশা) নামের এক পরীক্ষার্থী।

ঘটনা সূত্রে জানা যায়,পটুয়াখালী'র দুমকি উপজেলাধীন এ.কে বহুমুখী (মডেল) মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা দিতে যাচ্ছিলেন আশা।  যাওয়ার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কিছুক্ষণ পরে তার শারিরীক অবস্থার অবনতি হলে।তার বাবা মোঃ আবু জাফর জোমাদ্দার দ্রুত তাকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পরে সেখানে ভর্তি করার জন্য বলা হয়। কিন্তু এদিকে সাদিয়ার পরীক্ষা আরম্ভ হয়ে যায়। তাই সে হাতে স্যালাইন লাগানো অবস্থায় ই কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার টেবিলে বসেন। 

সাদিয়া আফরিন (আশা) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া  ইউনিয়নের সাতানী আমিরউদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান বলেন, সাদিয়া আফরিন অসুস্থ অবস্থায় পরীক্ষা দিতে এসেছে। পরীক্ষা যেন ভালোভাবে দিতে পারে এজন্য আমরা তাকে শারীরিক এবং মানসিকভাবে সহযোগিতা করছি।

   


পাঠকের মন্তব্য