পাইকগাছায় যাত্রীবাহী বাস উল্টে পুকুরে : আহত ১২ 

একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে

একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে

পাইকগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়েছে। এঘটনায় বড় ধরনের ক্ষতি না হলেও ১২ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার হাবিবনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকেই প্রাইভেট ক্লিনিক সহ স্থানীয় চিকিৎসকদের নিকট চিকিৎসা সেবা নিয়েছেন। 

দুর্ঘটনার খবর শোনা মাত্রই পুলিশ ও বাস মালিক সমিতির কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আহত বাসযাত্রী রফিকুল ইসলাম বলেন, ‘আজ সকাল সাড়ে ৯ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী বাসটি উপজেলার হাবিবনগর এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ একটি যাত্রীবাহী ভ্যান বাসটির সামনে চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গেলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান এবং উল্টে গিয়ে পুকুরে পড়ে। এতে প্রায় ১২ জন আহত হয়েছেন।’ 

এদিকে পাইকগাছা হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল থেকে এপর্যন্ত মোট ছয় জন রোগী এসেছে।  তিন‌ জন রোগী ভর্তি হয়েছেন। 

ভর্তিকৃতরা হলেন, কয়রার শাহাদাৎ হোসেনের ছেলে মেহেদী হাসান (২২), সেনের বাজার বেলফুলিয়া অঞ্জন দাশের স্ত্রী তৃপ্তি দাশ (৪৫ ), ভড়েঙ্গারচক খড়িয়ার গনি সরদারের স্ত্রী শাহানারা বেগম ( ৪০), অন্য তিনজন রোগী বেশি গুরুতর না হওয়ায় সাধারণ চিকিৎসা নিয়ে চলে গেছে। 

   


পাঠকের মন্তব্য