গলাচিপায় ৪ মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড; আটক ২ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন আল হেলাল

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় আজ সকালে ০৪ (চার) মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অপর একটি অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে নিয়মিত মামলায় বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। 

জানা যায়, বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞা নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন। গলাচিপা উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশ্যে গাঁজা সেবনের সময় এসব মাদকসেবীকে আটক করে পুলিশ ও মাদকবিরোধী টাস্কফোর্স কমিটির সদস্যরা। 

দণ্ডপ্রাপ্তরা হলেন গলাচিপা উপজেলার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে আবদুর রহিম (৩০), আলতাফ হোসেনের ছেলে আরিফ হোসেন (২৭), রশিদ পাঠানের ছেলে মোঃ শাহমীম পাঠান (২৬), জাহাঙ্গীর গাজীর ছেলে জহিরুল গাজী (২৭)। তাদেরকে পটুয়াখালী কারাগারে পাঠানো হয়েছে। অপর একটি অভিযানে রামলাল সাহার ছেলে গৌতম সাহা (৩৫) ও হানিফ বেপারীর ছেলে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪০) কে ৪০ (চল্লিশ) পিস ইয়াবাসহ আটক করা হয়। 

তাদের অপরাধ মোবাইল কোর্ট তফসিলের বাহিরে হওয়ায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে নিয়মিত মামলায় বিচারের জন্য প্রেরণ করেন। পটুয়াখালীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. ইসমাইল হোসেন জানান, মাদক বিরোধী টাস্কফোর্স এর অভিজানে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এদের গ্রেফতার করা হয়। 

পরে উপজেলা নির্বাহী অফিসার গলাচিপা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন আল হেলাল মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন।

   


পাঠকের মন্তব্য