রাজনৈতিক তোপে রণক্ষেত্রে পটুয়াখালী; সাংবাদিকসহ আহত ৫০

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ

পটুয়াখালীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় অন্তত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ ৫০ জন আহত হয়েছেন।
 
এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। শনিবার (২০ মে) বেলা ১১টার দিকে পৌর শহরের বনানী সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালবেলা শহরের বনানীর মোড়ে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। একই সময়ে ওই স্থান দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিল ছাত্রলীগ ও  যুবলীগের নেতাকর্মীরা। এ সময় হঠাৎ দুই পক্ষ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় একে অপরের ওপরে হামলা চালায়। এতে আহত হয় অন্তত ২৫ জন। এ সময় লাঠিচার্জ, রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন জানান, বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আমাদের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়নি। উল্টো তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। আমাদের নেতাকর্মীরা বিএনপির অরাজকতা প্রতিহত করেছে।’ 

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাঈনুল হাসান সাংবাদিকদের জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

   


পাঠকের মন্তব্য