ভালুকায় সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টা 

ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ

ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় শত্রুতার জেরে আবু রায়হান নামে এক পুলিশ সদস্যের বসত বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই পুলিশ সদস্যের ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

থানায় করা অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলার ভরাডোবা মধ্যপাড়া এলাকার মৃত হাফেজ উদ্দিনের ছেলে পুলিশ সদস্য আবু রায়হানের বাড়িতে হামলা চালায় একই এলাকার ওয়াজ উদ্দীনের ছেলে শামসুল হুদা বাবুল (৪৫), বাদল (৫০), উসমান (৪২), আব্দুল মতিন (৩২), সামাদ (৩১) ,আব্দুর রশিদের ছেলে ওয়াজ উদ্দিন (৬৫) মনু পাঠানের ছেলে সাদ্দাম হোসেন (৩০), আজিজুল হকের ছেলে আল-আমীন (৩২)।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানাযায়, তাদের বসত বাড়ীর জায়গা জমি জোরপূর্বক দখল করায় উল্লেখিত ব্যাক্তিরা দীর্ঘদিন যাবত পায়তারা করে আসছিলো। ঘটনার দিন সকালে তারা দল ভেদে এসে জমিতে ভাংচুর শুরু করে। এসময় ওয়াজ উদ্দীনের নির্দেশে বাড়ির বেরা দা, কুড়াল দিয়ে কাটার সময় বাদা দিলে আমিনুল ইসলামের মা অলিমন নেছা, বোন শরীফা আক্তার মারাত্মক আহত হয়। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আমিনুল ইসলাম জরুরি সেবা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ বিষয়ে বিবাদী  শামসুল হুদা  বাবুল জানান,ঐ জমিতে আমাদের পিতার অংশ আছে, রাতের আধারে তারা বেড়া দিয়েছে আমরা দিনের বেলায় ভেঙে দিয়েছি ।  

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

   


পাঠকের মন্তব্য