বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা কমিটি ঘোষণা

সভাপতি মোহাম্মদ আলী রেজা ও সম্পাদক মহাসিন মৃধা

সভাপতি মোহাম্মদ আলী রেজা ও সম্পাদক মহাসিন মৃধা

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়। 

মোহাম্মদ আলী রেজা সভাপতি ও মহাসিন মৃধাকে সাধারণ সম্পাদক করে মোট ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আলী রেজা জানান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সকল লক্ষ্য ও উদ্দেশ্যবলী বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব। 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, ইতিহাসের অনন্য মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি ও আদর্শের জাগরণে একটি সাহিত্য-সাংস্কৃতিক সৃজনশীল আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজ করে যাচ্ছে। 

এছাড়াও, বঙ্গমাতার আদর্শ, জীবন সংগ্রাম ও জাতির পিতার পাশে থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব সৃষ্টি করার মত অসামান্য অবদান সহ দেশসেরা মানবসেবায় তার যে অবদান এবং ব্রতকর্ম ছিল সেগুলো সাহিত্য-সাংস্কৃতিক ক্রিয়া-কর্মের মাঝে তুলে ধরে নতুন প্রজন্মকে অগ্রসর জীবনের দিকে ধাবিত করা, দেশ ও সাহিত্য-সংস্কৃতির বিকাশের জনসচেতনতা মূলক পদক্ষেপ ও পরিচালনার কার্যক্রম গ্রহণ করা, মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় সকল দিবস উদযাপন ও অংশগ্রহণ করা, অপসংস্কৃতি রোধে সরকারের পাশে থাকা এবং দেশজ সংস্কৃতি বিকাশে পদক্ষেপ গ্রহণ করা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সাহিত্য সংস্কৃতির বিকাশে গবেষণা-গ্রন্থ প্রকাশ-সঙ্গীতচর্চা-নাটক-কাহিনীচিত্র-প্রামাণ্যচিত্র নির্মাণ উপস্থাপন এবং প্রদর্শন করা সহ প্রাকৃতিক দুর্যোগের মানুষের পাশে দাঁড়ানো আমদের মূল লক্ষ্য। 

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বস্তবায়নে  সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

   


পাঠকের মন্তব্য