কক্সবাজারে হোপ মেটার্নিটি ও ফিস্টুলা হাসপাতালের উদ্বোধন 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

ডেঙ্গু রোগের ‘হটস্পট’ কক্সবাজার এবং রোহিঙ্গা ক্যাম্প বাড়তি নজরদারিতে রয়েছে। আশ্রয়শিবির থেকে ডেঙ্গু রোগ বাহিরে না ছড়ানোর বিষয়ে স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা গ্রামে বেসরকারি উদ্যোগে নির্মিত হোপ মেটারনিটি এন্ড ফিস্টুলা হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু বেড়েছে। দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। চিকিৎসক নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তারা ডেঙ্গু রোগের প্রকৃত চিকিৎসা দিতে পারে। সারাদেশের স্বাস্থ্য বিভাগকে ডেঙ্গু রোগের বিস্তার রোধ নিয়ে জরুরি নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ার পৌঁছে দিতে প্রতিটি উপজেলায় ৫০ বেডের হাসপাতাল এবং জেলা সদরে ২৫০ বেডের হাসপাতাল স্থাপন করা হয়েছে। সারাদেশে কমিউনিটি ক্লিনিক তৈরি করে প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে পুরস্কৃত হয়েছেন।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহা পরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, এনজিও ব্যুরোর মহাপরিচালক মো মনিরুজ্জামান,হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর জাহিদুজ্জামান প্রমুখ।

   


পাঠকের মন্তব্য