স্মার্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ

জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ

লালমনিরহাটে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জুন) সকালে লালমনিরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ শুভেচ্ছা বক্তব্য দিয়ে এর শুভ সূচনা করেন।

কর্মশালায় লালমনিরহাট নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহার উপস্থাপনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্যের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ কুমার সিংহ। এ-সময় নিরাপদ খাদ্য প্রসঙ্গে অন্যান্যদের মধ্যে জেলা স্যানিটারী অফিসার আজাহারুল ইসলাম, সদর উপজেলার খাদ্য পরিদর্শক আব্দুর রশিদ প্রমূখ বক্তব্য প্রদান করে।

কর্মশালায় লালমনিরহাটের খাদ্য সম্পর্কিত অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও কর্মী, স্বেচ্ছাসেবী ও সচেতন মহলের প্রায় অর্ধশত লোকজন উপস্থিত ছিলেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সকলকে খাদ্যের বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান। এসময় খাদ্য নিয়ে কাজ করা অধিদপ্তগুলোর সমন্বনয় করে আগামীতে কার্যক্রম পরিচলনা করার আহবান জানিয়ে বক্তব্য প্রদান করেন।

   


পাঠকের মন্তব্য