পাইকগাছায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু

চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু

পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের লতা ইউনিয়ন পর্যায়ে ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেলে লতা ইউনিয়নের বিজিপি শামুকপোতা সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত  ফাইনালে বঙ্গবন্ধু গোল্ডকাপে টাইব্রেকারে  মুনকি অমর কানন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বিজিপি শামুকপোতা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা কাপে টাইব্রেকারে হাঁড়িয়া খাসমোহল ২-০ গোলে হানি মুনকিয়া বাইনচাপড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব আর্জন করে। খেলায় প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি নির্মল বৈদ্য। 

সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। যশপাল বিশ্বাস এর  সঞ্চালনা ও ধারাভাষ্য দেন, আওয়ামী নেতা কালিপদ বিশ্বাস, কাকলী রানী মন্ডল, প্রধান শিক্ষক সুকুমার গোলদার, অজয় রায়, লক্ষণ মন্ডল, নাজিরা আক্তার, পরিমল বৈদ্য, গোপাল বিশ্বাস, ভূতেশ মল্লিক, পূর্ণিমা দাশ, প্রসেনজিৎ সরকার, আকবর আলী খান, পরিতোষ মল্লিক, মিজানুর রহমান, বাবুল আক্তার, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম লিটু, আনন্যা সাধু, মিলটন বিশ্বাস, মঙ্গল চন্দ্র মন্ডল, সঞ্জয় মন্ডল,  দিপক সরকার, নিতীশ মন্ডল, রামপ্রসাদ সরদার, বনিক মন্ডল, শিল্পী বৈদ্য, প্রদীপ সরকার, চঞ্চলা বিশ্বাস, তন্ময় মল্লিক, শেখ আঃ সালাম, শংকর রায়, গৌতম রায়, প্রীতিশ সরকার, নাজমুল হুসাইন, আবু সাঈদ, ম্যানেজিং কমিটির সভাপতি মদন মোহন মন্ডল, সদস্য মোঃ ইলিয়াস হোসেন রাজু, সুবোধ সরকার, হরিচাঁদ শিকারী, বিলকিস, জেসমিন, পিয়া বিশ্বাস, ইউপি সদস্য, মঙ্গল চন্দ্র মন্ডল, পুলকেশ রায়, মোঃ বাবলু সরদার, আজিজুল বিশ্বাস, বিনতা রানী বিশ্বাস, কুমারেশ রায়, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি, বিদ্যুৎ কুমার বিশ্বাস, বাদশা, পলাশ বাছাড়, অমৃত লাল সরকার প্রমুখ। খেলা পরিচালনা করেন, আশীষ রায়, প্রদীপ সরকার ও অসীম মিস্ত্রী। 

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়ার হয়েছেন হাঁড়িয়া খাসমোহল এর চৈতী মন্ডল, ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা খেলোয়াড় মুনকি অমর কানন এর পার্থ রায় ও নিলাদ্র গোলদার।

   


পাঠকের মন্তব্য