সোনারগাঁয়ে ৪১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি 

সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি

সংসদ সদস্য জননেতা লিয়াকত হোসেন খোকা এমপি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। গত সাড়ে ৯ বছরে সোনারগাঁয়ে ৪১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট ভবন করেছি। চলতি বছরের মধ্যে সোনারগাঁয়ের সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই।

মঙ্গলবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নির্মিত ভবনের শুভ উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এসব কথা বলেন।

চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও শম্ভুপুরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাঈম ইকবাল, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বাবু প্রমুখ।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটিসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য