রাতে নদীতে বালু উত্তোলনের সময় বলগেট, ড্রেজারসহ আটক ২

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিংকি সাহা

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিংকি সাহা

রাতের অন্ধকারে মাদারীপুরের কালকিনি উপজেলার আড়িয়াল খা নদীতে কয়েকজন প্রভাবশালী বালুদস্যু প্রতিনিয়ত অবৈধ ভাবে ড্রেজার ও বলগেট ম্যাশিন বসিয়ে কোটি কোটি ঘনফুট বালু উত্তোলন করছে। 

আজ মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কায়েছুর রহমান ও থানা অফিসার ইনচার্জ শামিম হাসান এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্ত কর্মচারী ও থানা পুলিশ তিন ভাগে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন, বলগেট নৌকা সহ ২জনকে আটক করেন। 

নাম প্রকাশে অনিচ্ছু এক জন জানান, জব্দকৃত ড্রেজার ও বলগেট আকবর মোল্লার তারা এখন গা ঢাকা দিয়েছে। আটক ২জন শ্রমিকের পরিচয় এখনো জানাযায়নি। স্থানীয়রা জানান, উপজেলার আড়িয়াল খা,পার্লদী নদীতে প্রতিরাতে কয়েকটি চক্র ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে, এতে ভাঙ্গনের কবলে পরেছে কয়ারিয়া, সাহেবরামপুর, রমজানপুর, সিডিখান, শিকারমঙ্গল, বাশগাড়ি,পূর্বএনায়েতনগড়, এনায়েতনগড়, আলিনগড় ইউনিয়নের হাজার হাজার মানুষের বাপদাদার ভিটে বাড়ি ও ফসলি জমি। 

এরা প্রভাবশালী হওয়ায় এদের বিরোদ্ধে ভয়ে কথা বলেনা স্থানীয়রা। এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কায়েছুর রহমান জানান, কয়েকজন প্রভাবশালী রাতের আঁধারে অবৈধ ভাবে বালু উত্তোল করছে এমন খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে ড্রেজার, বলগেট সহ ২ জনকে আটক করতে পেরেছি। 

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা জানান, কয়েকটি চক্র অবৈধ ভাবে নদী থেকে বালু উত্তোল করছে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আছে এর আগেও অভিযান চালিয়ে ড্রেজার জব্দ ও ২লাখ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রাতে অভিযান পরিচালনা করলাম এবং নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন কারিদের বিরোদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

   


পাঠকের মন্তব্য