ফরিদপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার

স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভুমিকা শীর্ষক এক সেমিনার ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ের আয়োজনে ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৪ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে সেমিনার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা এ.কে. এম হাসিবুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক খান, সাংবাদিক পান্না বালা, সঞ্জিব দাস, মশিউর রহমান খোকন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক মোঃ বজলুর রশিদ খান, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ। সেমিনারে বিভিন্ন সরকারি কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

সেমিনার পাওয়ার পয়েন্টের মাধ্যমে মুল প্রবন্ধ  উপস্থাপন করেন ঢাকা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ম্যাজিস্ট্রেট আফরোজা আক্তার এবং স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত। মূল প্রবন্ধে নিরাপদ খাদ্যের গুরুত্ব, বর্তমান অবস্থা ও দায়িত্ব পালনকারী সংস্থাসহ নানাবিধ প্রতিকূলতা ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম তুলে ধরা হয়।

প্রধান অতিথি বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবী। প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই এ বিষয়টির উপর গুরুত্বারোপ করেছেন। নিরাপদ খাদ্য ব্যবস্থা কার্যকর করা গেলে সুস্থ জাতি গঠন করা সম্ভব। তিনি বলেন, নিরাপদ খাদ্য সুস্থ শরীর, সুস্থ জাতি- এ বিষয়গুলো সামনে রেখে আসুন আমরা সবাই সচেতন হই।

   


পাঠকের মন্তব্য