নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নিয়ন্ত্রণে থাকে সেজন্য দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে আমাদের সবদিকে সজাগ থাকতে হবে। কোনো কারণে ব্যবসায়ীরা হঠাৎ পণ্য আমদানি বন্ধ করে দিলে মানুষের কষ্ট হবে। সে কারণে খুব ব্যালেন্স করে এগোতে হয়।

শুক্রবার রংপুর নগরীর চিকলী পার্ক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু ব্যবসায়ী জিনিসের দাম বাড়ানোর সুযোগ খোঁজেন। তাদের কারণেই মসলা, আদা ও মাংসের দাম বেড়েছে। আমরা সেদিকে কড়া নজর দিচ্ছি। কোরবানির ঈদে মাংসের দাম বাড়বে না। গরিব মানুষের মাংসের সমস্যা হবে না।

তিনি আরো বলেন, ভারত থেকে যথেষ্ট পরিমাণে পেঁয়াজ এখনো আসেনি। তবে যেসব স্থানে ভারতীয় পেঁয়াজ এসেছে- সেখানে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ ৭০-৭৫ টাকায় নেমে এসেছে। আশা করি, শিগগিরই সারাদেশে পেঁয়াজের দাম কমে আসবে।

টিপু মুনশি বলেন, আগামী মাসে তেল, ডাল ও চিনির পাশাপাশি চালও ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে বিক্রি করা হবে। এক কোটি মানুষ এ সুবিধা পেলেও বাস্তবে সুফল ভোগ করে পাঁচ কোটি মানুষ।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

   


পাঠকের মন্তব্য