স্বস্তির ঈদযাত্রা; উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট নেই

স্বস্তির ঈদযাত্রা; উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট নেই

স্বস্তির ঈদযাত্রা; উত্তরাঞ্চলের মহাসড়কে যানজট নেই

স্বজনদের সাথে ঈদ উল আজহার খুশি ভাগাভাগি করতে নাড়ীর টানে ঘরে ফিরছে উত্তরাঞ্চলের লাখো মানুষ। তবে এবারের ঈদে অনেকটা ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ঘরে ফিরছে মানুষ। রবিবার গভীর রাত থেকে উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে যানজট নেই সিরাজগঞ্জের ৫০ কিলোমিটার মহাসড়কে। 

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট রনি পোদ্দার বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে কোথাও যানজট বা ধীরগতি নেই। তবে মহাসড়কে কোনও পরিবহন যেন ঝুঁকিপূর্ণ ওভারটে না করে এবং এলোমেলো চালিয়ে যাতে যানজট সৃষ্টি করতে না পারে সে জন্য কঠোর নজরদারি করা হচ্ছে। 

ঢাকা থেকে সিরাজগঞ্জগামী বাস চালক আবু হানিফ জানান, মহাসড়কের এখনো যানজট হয়নি। নির্বিঘ্নে যানবাহন চলাচল করছে। তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে টোল আদায়ের কারণে কিছু গাড়ি ধীরগতিতে চলছে। এরকম যানবাহন চললে এবারের ঈদযাত্রা হবে স্বস্তির ঈদযাত্রা।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবীর বলেন, রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। সকাল থেকে স্বাভাবিকের চেয়ে কিন্তু গাড়ি বেশি চলাচল করছে। তবে কোথাও ধীরগতি বা যানজটের মতো অবস্থা তৈরি হয়নি।

সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কের যানবাহন ও ঘরেফেরা মানুষের ভোগান্তি কমাতে ও সার্বিক নিরাপত্তায় আমরা সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। এবারের ঈদযাত্রা যানজটমুক্ত ও মহাসড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে রবিবার ভোর ৬টা থেকে প্রায় ১ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যা মোতায়েন থাকবে ঈদ উল আজহার তৃতীয় দিন পর্যন্ত। 

তিনি আরো জানান, উত্তর ও দক্ষিণের ২২ জেলার মানুষ চলাচল করে এই মহাসড়ক দিয়ে। প্রতিদিন গড়ে ১৭-১৮ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের সময় এ সংখ্যা ৩৫-৪৫ হাজারে দাঁড়ায়। বিগত বছরগুলোতে যানজট হলেও গত ঈদ থেকে যানজট সৃষ্টি হয়নি।

   


পাঠকের মন্তব্য