এবার নুরের বিরুদ্ধে মামলার ঘোষণা দিলেন রেজা কিবরিয়া

স্বাক্ষর জাল ও ভুয়া ভোট দেয়ার অভিযোগ

স্বাক্ষর জাল ও ভুয়া ভোট দেয়ার অভিযোগ

ভুয়া স্বাক্ষরে গণ অধিকার পরিষদে ভাঙন সৃষ্টি করার অভিযোগে দলটির সদস্য সচিব নূরুল হক নূরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন রেজা কিবরিয়া। সেই সঙ্গে নিজেকেই গণ অধিকার পরিষদের আহ্বায়ক দাবিও করেছেন তিনি।

আজ রোববার রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া মামলার এ ঘোষণা দেন।

রেজা কিবরিয়া দাবি করেন, ডাকসুর সাবেক ভিপি নূর টাকার বিনিময়ে আওয়ামী লীগের অধীনেই দলকে নির্বাচনে নিতে চায়। এজন্য নূরকে সরকার ৩ কোটি টাকার প্রস্তাব দিয়েছে এবং সেই প্রস্তাবে নূর রাজি। এসব বিষয়সহ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মুসাদের সঙ্গে যোগাযোগ এবং আর্থিক অস্বচ্ছতার জবাব চাওয়াতে নূর ক্ষিপ্ত হয় বলে দাবি করেন রেজা কিবরিয়া।

বিএনপি ভাঙার ষড়যন্ত্র করছেন রেজা কিবরিয়া- নূরের এমন বক্ত্যবের বিষয়ে রেজা বলেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেশে বড় দল ভাঙার চেষ্টা করে কেউ কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।

   


পাঠকের মন্তব্য