জামালপুরে নেতা আলালসহ বিএনপির ৬ নেতার জামিন

জামালপুর আদালতে দায়ের করা মামলা

জামালপুর আদালতে দায়ের করা মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জামালপুর আদালতে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির ৫ নেতা জামিন পেয়েছেন।

জামিনপ্রাপ্ত বাকী আসামীরা হলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

সোমবার দুপুরে বিএনপির নেতারা জেলা ও দায়রা জজ আদলতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। আদালত বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর যুক্তি তর্ক শুনানী শেষে জেলা ও দায়রা জজ এহসানুর রহমান জামিন মঞ্জুর করেছেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন আসামী পক্ষের আইনজীবী এডভোকেট ফজলুল হক।

জামিন শেষে আদালত প্রাঙ্গনে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, বিএনপির নেতাকর্মীরা সরকার পতন একদফা আন্দোলন সামনে রেখে মাঠে নেমেছে। একদফা আদায় না করে ঘরে ফিরে যাবেনা। মিথ্যা গায়েবী মামলা, হামলা ও হয়রানী করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবেনা বলেন বিএনপি নেতা।

উল্লেখ্য, গত ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদি হয়ে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও জামাতের ৬ নেতাকে আসামি করে মামলা দায়ের করেছেন।

   


পাঠকের মন্তব্য