মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নিহত মান্নান মোল্লা (৬৫)

নিহত মান্নান মোল্লা (৬৫)

মাদারীপুরে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে সদর হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত মান্নান মোল্লা (৬৫) পশ্চিম পেয়ারপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে। পেশায় একজন কৃষক ছিলেন তিনি।

স্বজনরা জানায়, সোমবার রাতে পেটে ব্যথা নিয়ে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হন সদরের পশ্চিম পেয়ারপুরের মান্নান মোল্লা। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শিহাব  চৌধুরী প্রথমে ওই রোগীকে সেবা প্রদান করেন। পরে তার দেয়া চিকিৎসাপত্র অনুযায়ি রাত সাড়ে ৩টার দিকে ব্যথা কমানোর জন্য রোগীর শরীরে ঘুমের ইনজেকশন পুশ করেন সেবিকা কেয়া আক্তার। 

ইনজেকশন পুশ করার কিছুক্ষণ পরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয় মান্নান মোল্লার। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে উল্লেখ করে দোষীদের বিচার দাবী করেছেন স্বজন ও এলাকাবাসী। নিহতের মেয়ে রহিমা আক্তার ও লিমা বেগম বলেন, আমার বাবার শরীরের ইনজেকশন দেয়ার পরই মারা গেছে। নার্স কিংবা ডাক্তার কেউ বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলেনি। এর বিচার চাই। 

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুরুল ইসলাম জানান, একজন রোগীকে সুস্থ্য করে তুলতে সর্বাত্মক চেষ্টা করে চিকিৎসকরা। ভুল চিকিৎসা কিংবা দায়িত্ব অবহেলায় নয়, স্বাভাবিক মৃত্যৃ হয়েছে মান্নান মোল্লার। 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

   


পাঠকের মন্তব্য