নন্দীগ্রামে একদিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত 

নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগ

নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগ

বগুড়ার নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার উদ্যোগে একদিনের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকাল ৮ টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিতপুকুর বাজারে এ ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত। চিকিৎসা সেবা প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জ্যোর্তিময় কবিরাজ। 

সেসময় আরো উপস্থিত ছিলেন কুমিড়া পন্ডিতপুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান, নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম, নন্দীগ্রাম উপজেলা কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান, যুবলীগ নেতা আব্দুল মান্নান ও নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার সদস্য সুশান্ত চন্দ্র মহন্ত প্রমুখ। ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২০০ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। 

নন্দীগ্রাম পল্লী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুর রহিম বলেন, একদিনের ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেয়ে অনেক গরীব-দুঃখী মানুষ উপকৃত হয়েছে। আমাদের এই চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

   


পাঠকের মন্তব্য