স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রী

হাওয়া ভবন নেই, স্বাধীন ব্যবসার সুযোগ করে দিয়েছি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ক্ষমতাসীন আওয়ামী লীগই দেশের বেসরকারি খাত উন্মুক্ত করে ব্যবসা-বাণিজ্যের সুযোগ করে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্যবসাক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অবদান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা কোনো হাওয়া ভবন করিনি, খাওয়ার ব্যবস্থাও করিনি। স্বাধীনভাবে যেন ব্যবসা করতে পারেন, সে সুযোগ করে দিয়েছি। ব্যবসা-বাণিজ্য, শিল্প উৎপাদন যেন বৃদ্ধি পায়, সে ব্যবস্থা আমরা করে দিয়েছি।’

শনিবার (১৫ জুলাই) রাতে রাজধানীর বঙ্গবন্ধুর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ী সম্মেলন' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
শেখ হাসিনা বলেন, সবক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি। শুধু স্বপ্ন দেখে চলবে না, স্বপ্ন বাস্তবায়নেরও উদ্যোগ নিতে হবে। আমাদের সরকার ব্যবসাবান্ধব সরকার, সেটাই নিশ্চিত করেছি। কে কোন দল, সেটা বিবেচনা করিনি।
  
তিনি আরও বলেন, ‘অনেক বাধা ছিল সব কিছু অতিক্রম করে আমাদের কাজ করতে হয়েছে। অনেক পরামর্শক ছিলেন যারা এসে বলেছিলেন এটা করা যাবে, না সেটা করা যাবে না। এসব বাধা উপেক্ষা করে আমাদের কাজ করতে হয়েছে। তখন আমি তাদের একটা কথাই বলেছি এ দেশটা আমাদের এদেশের মাটি এবং মানুষ আমাদের। তাদের ভালো-মন্দ কী হবে সেটা আমি ভালো জানি এবং বুঝি। আমরা আমাদের মতো করেই কাজ করব।’
 
মেট্রোরেল, কুইক রেন্টাল করার সময় অনেকে প্রশ্ন তুলেছেন, যারা ৯০ হাজার কোটি টাকা খরচ করে কেন এগুলো করা হচ্ছে? তাদের আমি বলি, ৯০ হাজার কোটি টাকা খরচ করার বিনিময়ে অর্থনীতি কে পেল সেটাও দেখতে হবে। সেটার তুলনায় এটা কিছুই না।

আওয়ামী লীগকে ব্যবসা বান্ধব সরকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তোরণের সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলায় ৭টি সাব-কমিটি গঠন করে হয়েছে। যাতে উন্নয়নশীল দেশের কাতারে উত্তীর্ণ হওয়ার সুফল ভোগ ও চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। এক্ষেত্রে ব্যবসায়ীদেরও কাজ করতে হবে। সরকার তাদের পাশে আছে।

সাড়ে চৌদ্দ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক বদলে গেছে। আমরা দেশকে অনেক এগিয়ে নিয়েছি। হাওয়া ভবনের মতো আমাদের কোনো খাওয়া ভবন নেই। ব্যবসা বাণিজ্যে সহায়তা করে যাবো।
 
প্রধানমন্ত্রী বলেন, আমি ব্যাংক, বীমা, হেলিকপ্টার সার্ভিস, বিমান, মিডিয়া থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন, শিল্প কারখানা, হাসপাতালসহ যেখানে যা কিছু  প্রয়োজন সবকিছু তৈরি করার জন্য বেসরকারি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি।

জাতির পিতা আমাদেরকে একটি সংবিধান দিয়েছিলেন। সে সংবিধানে আমাদের অর্থনীতিমালা কি হবে তা বলা আছে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দেয়া বাংলাদেশ কখনও ব্যর্থ হতে পারে না বলেও এসময় মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   


পাঠকের মন্তব্য