শুদ্ধাচার পুরস্কার পেলেন নন্দীগ্রামের ইউএনও শিফা নুসরাত

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা  নুসরাত

উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা  নুসরাত

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা  নুসরাত জাতীয় শুদ্ধাচার পুরুস্কার পেয়েছেন। তিনি বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে এ সম্মাননা পেয়েছেন। 

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় শুদ্ধাচার পুরস্কারটি তার হাতে তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরইল্লাহ ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সকল উপজেলার মধ্যে পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে শিফা নুসরাত বলেন, উপজেলা পর্যায়ে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার ফলেই এই পুরস্কার অর্জিত হয়েছে।  

এ ধরনের স্বীকৃতি, যেকোন  অফিসারদের সততার সাথে ভালো কাজ করতে উৎসাহিত করে, তাই জেলা প্রশাসক স্যারের কাছে আমি কৃতজ্ঞ।বগুড়ায় শ্রদ্ধাভাজন ডি সি স্যারের দিক নির্দেশনায় আমরা পথ চলছি। এই অর্জন আমার একার নয়, এই অর্জন নন্দীগ্রাম উপজেলাবাসীর, যারা আমাকে সততার সাথে কাজ করতে সব সময় সহোযোগিতা করেছে।

এ পুরস্কার প্রাপ্তি ভবিষ্যতে আমাকে আরও  ভালো কাজ করতে উৎসাহিত করবেএবং সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে আগ্রহী  তুলবে।আমার চাকরিজীবনে এটি অন্যতম বড়  অর্জন। 

এ সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। শিফা নুসরাত  ২০২১ সালের ১৩ এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নন্দীগ্রাম উপজেলায় যোগদান করেন। তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে নন্দীগ্রাম উপজেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র। সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের কর্মকান্ডে পূর্বের চেয়েও ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। 

নন্দীগ্রাম উপজেলাকে একটি উন্নত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করছেন ইউএনও শিফা নুসরাত।

   


পাঠকের মন্তব্য