প্রতিপক্ষের মারপিটে স্কুলের সাবেক সভাপতি গুরুতর আহত

বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুর রহমান

বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুর রহমান

নন্দীগ্রামে প্রতিপক্ষের  মারপিটে  স্কুলের  সাবেক সভাপতি  গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। 

প্রাপ্ত তথ্য জানা গেছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের পেং বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে আজম ফকির নামে একজন প্রায় ৫০ বছর আগে পেং মৌজার খতিয়ান নং-৩ দাগ নং-২৯০৭ পরিমান (৩৬শতক) জমি অত্র বিদ্যালয় বরাবর দান করে দেয়। সেই থেকে বিদ্যালয়টি জমি ভোক দখল করে আসছে। 

গত ১৬ জুলাই দুপুরে বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুর রহমান সহ শিক্ষকমন্ডলী ম্যানেজিং কমিটির সদস্য ও গ্রামবাসী সম্মিলিতভাবে উক্ত জমিতে হাল চাষ করে চলে আসে। ওই দিনই সন্ধ্যা সাতটায় আহসানের পুত্র রেজাউল সাবেক সভাপতি ফজলুর রহমানকে কালানিবাজারে ডেকে নিয়ে যায়, এক পর্যায়ে জমিতে হাল চাষ করার কথা তুলে নানা ধরনের প্রশ্ন করতে থাকে। 

কথা বলার একপর্যায়ে উত্তেজিত হয়ে  রেজাউল, শাহিন,আব্দুর রাজ্জাক, উজ্জলসহ আরো অনেকে এসে ফজলুর রহমানকে সাইকেলের চেন চেইন, লাঠি সোটা সহ দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে এলোপাথাড়ি ভাবে মারপিট করে। এতে উক্ত বিদ্যালয়ের সাবেক সভাপতি ফজলুর রহমান গুরুতর আহত হয়। পরে বাজারের লোকজন এসে  আহত ফজলুর রহমানকে  উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আতাহার আলী জানান, অন্যায় ভাবে সাবেক সভাপতি ফজলুর রহমানকে মারপিট করা হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান,  বিদ্যালয়ের ৩৬ শতক জমি দীর্ঘদিন হলে ভোগ দখল করে আসছে কিন্তু জোর করে প্রতিপক্ষ গন জমিটি দখল করার চেষ্টা করছে। 

এ বিষয়ে  অত্র ওয়ার্ডের মেম্বার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিনিধিকে জানান ফজলুর রহমানকে অন্যায় ভাবে মারপিট করা হয়েছে দীর্ঘদিন হলে উক্ত জমি বিদ্যালয়টি দখল করে আসছে এবং বিদ্যালয়ের উন্নয়নমূলক সকল কাজ সম্পন্ন করছে।এ বিষয়ে নন্দীগ্রাম থানা একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য