পাইকগাছায় পালাতক আসামিকে ধরে পুলিশে সোপর্দ 

ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার

ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার

পাইকগাছায় ডাকাতি প্রস্তুতি মামলার সন্ধিগ্ধ আসামিকে গ্রেফতার করে থানায় আনায়ন কালে পথিমধ্যে পুলিশ ভ্যান থেকে পুলিশকে আহত করে  হাত কড়া অবস্থায় পালালে পালাতক আসামিকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। 

রোববার সন্ধ্যা সাতটায় পৌর সদরের পোস্ট অফিস মোড়ে এঘটনাটি ঘটে। এব্যাপারে পুলিশকে আহত করার অপরাধে থানায় মামলা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুভাষ রায় জানান, গত ৫ জুন লস্কর ইউনিয়নের ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামি উপজেলার বিরাশী গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুল ইসলাম মোড়ল (৩৫)। তাকে রোববার বিকাল ৬ টার দিকে আগড়ঘাটা বাজার এলাকা থেকে আটক করা হয়। 

আটক ব্যক্তিকে নিয়ে থানায় আসার পথে বাজারের পোস্ট অফিস মোড়ে পৌঁছালে যানজটে পুলিশ ভ্যান স্লো করলে সেই সুযোগে আসামি এএসআই নাসির উদ্দীন কে আহত করে হাতকড়া অবস্থায় পালিয়ে যায়। এমতাবস্থায় ওসি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে  থানা পুলিশ পাইকগাছা পৌরসভা সহ আশেপাশের এলাকায় তল্লাশি অভিযান জোরদার করেন।

অবশেষে রাত ১০টা ৪০ মিনিটের দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের রাস্তা থেকে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাসুদ পারভেজ রাজু সহ এলাকাবাসীর হাতে পলাতক আসামি মনিরুল ইসলাম মোড়ল ধরা পড়ে। স্থানীয় রাজু জানান, বাড়িতে কয়েক জন মিলে বাংলাদেশের ক্রিকেট খেলা দেখছিলাম। এ সময়ে রাস্তায় এসে দেখি একজন অপরিচিত লোক সামনে দিয়ে যাচ্ছে।

আজকের ঘটনায় উনাকে সন্দেহ হয়। জিজ্ঞাসা বাদে পালানোর চেষ্টা করলে আমরা এলাকাবাসী পালাতক মনিরুলকে ধরে তাৎক্ষণিক ওসি সাহেবের জানাই। ওসি সঙ্গীয় ফোর্স নিয়ে আসলে এলাকাবাসী পলাতক আসামিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। 

ঘটনার সত্যতা স্বীকার করে থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম  বলেন, আসামি মনিরুল ইসলাম মোড়লকে ডাকাতি প্রস্তুতির মামলায় সন্ধিগ্ধ হওয়ায় আটক করে থানায় আনাকালে পথিমধ্যে পলায়ন করলে এলাকাবাসীর ধরে  আমাদেরকে জানানো মাত্রই আমরা ঘটনা স্থলে যেয়ে আসামিকে আটক করি। 

আটককৃত মনিরুল কে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সহযোগিতার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন থানা প্রশাসনের একর্মকর্তা।

   


পাঠকের মন্তব্য