কলারোয়ায় এয়ারগানের কার্তুজ উদ্ধার; গ্রেফতার-১

বিপুল পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার

বিপুল পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার

কলারোয়ায় ৩টি এয়ারগানসহ ও বিপুল পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে যশোর জেলার শার্শা থানার পারের কায়বা গ্রামের রমজান আলী দালালের ছেলে। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা শীকার করে বলেন-জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম স্যারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কলারোয়া থানার অফিসার ফোর্স ২০ জুলাই সকালে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমান এয়ারগানের কার্তুজ উদ্ধার করা হয়। 

এসময় ইব্রাহিম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এবিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

   


পাঠকের মন্তব্য