জামালপুরের মাদারগঞ্জে গৃহবধূ'র রহস্যজনক মৃত্যু 

গৃহবধু নিশা বেগম (২২)

গৃহবধু নিশা বেগম (২২)

জামালপুরের মাদারগঞ্জে নিশা বেগম (২২) নামে এক সন্তানের জননী এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার চর পাকেরদহ এলাকায় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে। 

সে ওই এলাকার আতিকুর রহমানের স্ত্রী। নিহত নিশা'র দেবর মানিক মিয়া দাবি করেন, আমার ভাবি অসুস্থ্য ছিল আমরা হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।কর্তব্যরত চিকিৎসক ডা: জাহিদুর রহমান বলেন, শনিবার সকাল সাড়ে ১০টায়  নিসা বেগমকে স্বামীর বাড়ির স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। ধারনা করা হচ্ছে, নিসা বেগমকে হাসপাতালে নিয়ে আসার ২ঘন্টা আগের তার মৃত্যু হয়েছে। মৃতদেহের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পোস্ট মোর্টেম রির্পোটের পর মৃত্যুর কারণ সুনিদ্দিষ্টভাবে বলা যাবে।

স্থানীয় ও পারিবারিক সুত্র জানায়, নিশার সাথে আতিকুরের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে তাদের বিবাহ  হয়। এই দম্পত্তির আরাব নামে দুই বছরের ছেলে সন্তান রয়েছে। বিয়ের বছর না ঘুরতেই তাদের মধ্যে প্রায়ই দাম্পত্য কলহে ঝগড়াঝাটি লেগেই থাকতো। 

নিহত নিসা বেগমের জেঠা লিজু মিয়া জানান, সকাল সাড়ে ৮টার সময় আমার ভাতিজির সাথে মোবাইলে কথা হয়েছে। অসুস্থ্য হলেতো আমাকে জানাতো। নিসা বললো স্বামী ও সন্তান নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসার কথা ছিল।

মাদারগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়ার বাসিন্দা নিহত নিশা বাবা লেবু মিয়া দাবি করেন, আমার মেয়েকে তার স্বামী আতিক দাম্পত্য কলহে প্রায়ই মারধর করতো বলে নিসা ইতোপুর্বে আমাকে জানিয়েছে। দুই দিন আগেও তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে। আমার মেয়েকে তার স্বামীসহ শশুরবাড়ির লোকজন অমানুষিক নির্যাতনের পরে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। 

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুল হক বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের করেনি। 

মামলা দায়ের হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) বাবু স্বজল কুমার সরকার জানান গৃহবধূ নিসা'র মৃত্যু টা সন্দেহজনক সেহেতু পোস্টমর্টেম করতে হবে এবং রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

   


পাঠকের মন্তব্য