নন্দীগ্রামে পেটের ব্যথা সইতে না স্বেচ্ছায় প্রাণ দিলেন বৃদ্ধা 

বগুড়ার নন্দীগ্রামে আনছার আলী (৭৫)

বগুড়ার নন্দীগ্রামে আনছার আলী (৭৫)

বগুড়ার নন্দীগ্রামে আনছার আলী (৭৫) নামের এক বৃদ্ধ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যাথা ও মানসিক রোগে ভূগছিলেন। 

শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি পূর্বপাড়া গ্রামে নিজ শয়ন ঘর থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কলিমুদ্দিনের ছেলে। 

পরিবার ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ আনছার আলী দারিদ্রতা ও অর্থের অভাবে নিজের চিকিৎসা করাতে পারেননি। পেটের ব্যথা সহ্য করতে না পেরে তিনি ইতিপূর্বে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে প্রাণে রক্ষা করে। 

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ শয়ন ঘরে বাশেঁর তীরের সঙ্গে ওই বৃদ্ধ গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক মো. তারিকুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। ওই বৃদ্ধের আত্মহত্যার বিষয়ে কারো কোনো সন্দেহ ও অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। 

   


পাঠকের মন্তব্য