খানখানাপুর ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

 বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন

বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন

উৎসব মুখর পরিবেশে ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে মোঃ মামুনুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল নির্বাচিত হয়েছে। 

সোমবার ২৪ জুলাই সুরাজ মোহিনী ইনস্টিটিউট (স্কুল এন্ড কলেজ) বলাকা ভবনে সকাল ০৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত চলে।ভোট গণনা শেষ করে রাত আনুমানিক ১টা দিকে ফলাফল ঘোষণা করা হয়। 

রাজবাড়ী সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী খানখানাপুর বাজার ব্যবসায়ী পরিষদের দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তার ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ মামুনুর রহমান মামুন (গরুর গাড়ি প্রতীক) নিয়ে ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ও সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল (খেজুর গাছ প্রতীক) নিয়ে ৫৩১ভোট পেয়ে নির্বাচিত হন। 

এই ব্যাবসায়ী পরিষদের মোট ভোটারের সংখ্যা ১২৫৭ জন ভোট গ্রহণ ১২০৪টি ১৩টি পদের জন্য ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৩ জন প্রার্থী

১/ মোঃ আবুবকর ছিদ্দিক (বক্কর) (চেয়ার প্রতীক) ৪৩৬ প্রাপ্ত ভোট (পরাজয়)
২/ কার্তিক চন্দ্র কুন্ডু (ছাতা প্রতীক) ২৮০ প্রাপ্ত ভোট (পরাজয়)
৩/ মোঃ মামুনুর রহমান মামুন (গরুর গাড়ি প্রতীক) ৪৬৩ ভোট পেয়ে নির্বাচিত হন। 

সহ-সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন প্রার্থী 

১/ আজিজুল কাজী(পরাজয়),
২/ মোঃ ছিদ্দিক মোল্লা (পরাজয়),
৩/ মোঃ জালাল উদ্দিন মোল্লা (ঘড়ি প্রতীক) ৫৬৭ভোট পেয়ে নির্বাচিত হন,
৪/ পরিমল কুমার পাল (সাইকেল প্রতীক) ৫১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। 

সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৩ জন প্রার্থী

১/ বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ লাল (খেজুর গাছ প্রতীক) ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হন,
২/ শাজাহান কাজী (মোরগ প্রতীক) ৪৫২ভোট,  
৩/ আঃ শহীদ মোল্লা (বাস গাড়ি) ১৫৩ ভোট। 

সহ-সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৫ জন প্রার্থী

১/  আমিন মিয়া (পরাজয়)
২/  ছিদ্দিকুর রহমান (পরাজয়)
৩/  আঃ জব্বার সরদার (পরাজয়)
৪/  লুৎফর রহমান লুতু (হাতি প্রতীক) ৫৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন,
৫/ শাহরিয়ার হাসান (ফারুক) (কলস প্রতীক) ৪৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। 

সাংগঠনিক সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ২জন,  

১/  আঃ সাত্তার সেক (প্রজাতির) ৪৩১ ভোট, 
২/ রমেশ চন্দ্র কুন্ডু (করুনা) (বটগাছ প্রতীক) ৬৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। 

প্রচার ও ক্রীড়া সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৩ জন প্রার্থী 

১/ মোঃ আলমাছ প্রামানিক ৩৩৮ ভোট (পরাজয়), 
২/ বাশিরুল ইসলাম শাহীন (ফুটবল প্রতীক) ৩৫৬ (পরাজয়),
৩/ রকিবুল হাসান (বাদশা) (হাঁস প্রতীক) ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত। 

কোষাধ্যক্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৩ জন প্রার্থী 

১/ আলমগীর হোসেন (টিয়া পাখি প্রতীক) ২৯৮ ভোট (পরাজয়),
২/ মোঃ নুরু উদ্দিন কাজী ১৮১ ভোট (পরাজয়),
৩/ মজনুর রহমান (মজনু) (তালা প্রতীক) ৬৮০ পেয়ে ভোট নির্বাচিত। 

কার্যকারি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৫ জন প্রার্থী- 

১/ মোঃ আতিয়ার রহমান হাছান (হাবি) (আম প্রতীক) ৫৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন, 
২/ আবুল কালাম মোল্লা (রিক্সা প্রতীক) ৫২২ ভোট পরাজয়, 
৩/ মোঃ মনজুর হোসেন (মন্টু) কাপ পিচ ৭৩০ ভোট পেয়ে নির্বাচিত হন, 
৪/  আঃ মান্নান সরদার (মাইক প্রতীক) ৮৯০ ভোট পেয়ে নির্বাচিত হন, 
৫/ মমিন শেখ (ডাব প্রতীক)-৮৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।

   


পাঠকের মন্তব্য