বগুড়া নাটোর মহাসড়কে বেড়েছে মামলা কমেছে দুর্ঘটনা

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ

কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ

বগুড়া নাটোর মহাসড়কে বেড়েছে মামলা, কমছে দুর্ঘটনা। কঠোর অবস্থানে রয়েছে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ। 

প্রাপ্ত তথ্য জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কে বিগত দিনে সড়ক দুর্ঘটনায় বেশ কিছু তাজা প্রাণ ঝরে গেছে, এবং প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা লেগেই থাকতো। কিন্তু বর্তমানে কুন্দারহাট হাইওয়ে  থানায় অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী যোগদানের পর থেকেই তিনি বিভিন্ন সচেতনতা মূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন। 

সচেতনতামূলক লিফলেট বিতরণ, পথসভা, মতবিনিময়, ও অবৈধ ট্রাক পার্কিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে। তাছাড়া  ডেঙ্গু প্রতিরোধে থানা সহ থানার আশপাশকে পরিষ্কার-পরিচ্ছন্নতা  করেছে। যাতে করে ডেঙ্গুর প্রভাব ছড়িয়ে না পড়ে। 

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে  থানার অফিসার ইনচার্জ ওসি আব্বাস আলী এই প্রতিনিধিকে জানান, বর্তমানে ব্যাপক তৎপরতার কারণে সড়ক দুর্ঘটনা কমেছে , নিয়মিত যানবাহনে মামলা দেওয়া এবং রাত দিনে পুলিশ টহল জোরদার করার কারণে এই বগুড়া নাটোর মহাসড়ক রাস্তাটি এখন নিরাপদ রাস্তা হিসেবে গড়ে উঠেছে। 

তিনি আরো জানান, এ পর্যন্ত বিভিন্ন যানবাহনকে ৬০০টি  মামলা প্রদান করা হয়েছে।

   


পাঠকের মন্তব্য