কুতুবদিয়ায় ঘুমের মধ্যে মৃত্যু হলো শিক্ষকের 

শিক্ষক মো. নজরুল ইসলাম (৪০)

শিক্ষক মো. নজরুল ইসলাম (৪০)

কুতুবদিয়ার ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের খন্ডকালিন (প্যারা) শিক্ষক মো. নজরুল ইসলাম (৪০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘুমন্ত অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোরে তিনি নিজ বাড়ীতে মারা যান। 

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়- স্বজন, বন্ধু বান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মেয়ে জান্নাতুল মাওয়া সতরুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত এসএসসিতে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়েছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, লেমশীখালীর সতর উদ্দিনের বাসিন্দা নজরুল ইসলাম। মঙ্গলবার এশার নামাজের পর প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে ঘুম থেকে না ওঠায় ডাকাডাকি করে স্ত্রী - সন্তানেরা। এসময় তাকে নিথর দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাতের কোন এক সময় ঘুমে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানান। 

গতকাল বুধবার আছরের নামাজের পর উপজেলার লেমশীখালী ইউনিয়নের সতরুদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমের মো. নজরুল ইসলামের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজার নামাজে অসংখ্য মুসল্লী, শিক্ষক -ছাত্র উপস্থিত ছিলেন।

ব্যক্তি জীবনে মো. নজরুল ইসলাম দলমত নির্বিশেষে সর্বসাধারণের প্রতি ছিলো খুবই মিশুক এবং খুবই ভালো ব্যবহারের অধিকারী।

   


পাঠকের মন্তব্য