গাইবান্ধায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিহত গৃহবধূ রাশেদা বেগম (৩২)

নিহত গৃহবধূ রাশেদা বেগম (৩২)

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষধর সাপের কামড়ে রাশেদা বেগম (৩২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ আগস্ট) উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদা বেগম ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী। স্বজন ও স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে এক প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার সময় গৃহবধূ রাশেদা বেগমের পায়ে বিষধর সাপে কামড় করে। 

বিষয়টি গুরুত্ব না দিয়ে ইঁদুর-চিকা কামড় দিয়েছে মনে করে বিছানায় শুয়ে পড়ে প্রায় একঘণ্টা পর বিষের তীব্রতা বেড়ে গেলে রাশেদা বেগম চিৎকার শুরু করেন। পরে স্বজনরা তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। এসময় চিকিৎসক সাপে কামড়ের বিষয়টি নিশ্চিত করে তাকে দ্রুত বগুড়ায় নেয়ার পরামর্শ দেয়। স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে রাশেদা বেগমের মৃত্যু হয়। 

মহিমাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মো. আনোয়ারুল ইসলাম প্রধান জাগো নিউজকে সাপে কামড়ে দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

   


পাঠকের মন্তব্য