ভোটারদের মন যোগাতে ব্যস্ত পটুয়াখালী-১ আসনের প্রার্থীরা

পটুয়াখালী-১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীগণ

পটুয়াখালী-১ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশীগণ

পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগঞ্জ) সংসদীয় আসনের মোট ৩ লক্ষ ৯০ হাজার ভোটারের মন যোগাতে জনসংযোগে ব্যস্ত পটুয়াখালী-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থীরা। ইতিমধ্যে দলীয় বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের চিত্র জনসাধারণের মাঝে জানিয়ে জনসংযোগ করছেন তারা।

কে পাবেন নৌকা, আর কে ই বা পাবেন ধানের শীষ ? এ সমীকরণের ফলাফল মেলানোর চেষ্টা স্থানীয় চায়ের দোকান থেকে রাজপথ, রাজপথ থেকে রাজনীতির মঞ্চ সব জায়গাতেই। তবে আসনটিতে জাতীয় পার্টির আধিপত্যকেও ছোট করে দেখার সুযোগ নেই।

পটুয়াখালী-১ আসনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করেন একাধিক প্রার্থী। আসনটিতে আওয়ামী লীগের মনোনয়ন চান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বর্তমান এমপি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। প্রচলিত রয়েছে শাহজাহান মিয়ার নির্বাচন মানেই  দলমত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। তবে শোনা যাচ্ছে, তার বার্ধক্যজনিত কারনে  তার ছেলে এডভোকেট তারিকুজ্জামান মনিও আসনটির মনোনয়ন চাইতে পারেন।

এদিকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা অন্যতম মেধাবী রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। ইতিমধ্যে তিনি পটুয়াখালী-১ আসনের তৃণমূলের সকল জনগনের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন।

আসনটিতে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেন পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট সুলতান আহম্মেদ মৃধা। পটুয়াখালীতে আওয়ামীলীগের রাজনীতি ও জনসেবামূলক কাজে তার অংশীদারিত্বও কম নয়।

এছাড়াও আসনটিতে নৌকার মনোনয়ন চান দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আশরাফ। ইতিমধ্যে তিনি পটুয়াখালী-১ আসনের সকল জায়গায় জনসাধারণের সাথে সাক্ষাৎ করেছেন। প্রধাণমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষদের মাঝে চেক হস্তান্তর,শীত বস্ত্র বিতরণ ও নানামুখী সমাজসেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত রাখছেন।

এছাড়াও এ আসনে নৌকার মনোনয়ন চাইতে পারেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

আসনটিতে আওয়ামীলীগের মনোনয়ন পেতে তৎপর  মেধাবী ব্যক্তিত্ব, দুমকি উপজেলা চেয়ারম্যান মোঃ হারুন অর-রশিদ হাওলাদার।

অপরদিকে এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনয়ন পেতে পারেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এছাড়া দলটির মনোনয়ন পেতে পারেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

আসনটিতে জাতীয় পার্টির পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন এ আসনের ই সাবেক এমপি এবিএম রুহুল আমিন হাওলাদার। তবে ধারণা করা হয়, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে ততই এ আসনে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস পেরে পারে।

সকল হেভিওয়েট প্রার্থীদের ভিড়ে কারা পাবেন মনোনয়ন আর কে ই বা হবেন আসনটির এমপি সমীকরণের এ জটিল ফলাফল দেখার অপেক্ষায় পুরো পটুয়াখালীবাসী।

উল্লেখ্য,পটুয়াখালী-১ আসনে ইতিপূর্বে বাংলাদেশ আওয়ামীলীগ বিজয়ী হয়েছে ৫ বার,বিনপি ২ বার ও জাতীয় পার্টি ৩ বার।

   


পাঠকের মন্তব্য