কলারোয়ায় মাছ চাষী ও সিমেন্ট ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

সিমেন্ট ব্যবসায়ীর উপর সন্ত্রাসীরা হামলা

সিমেন্ট ব্যবসায়ীর উপর সন্ত্রাসীরা হামলা

কলারোয়ায় মাছ চাষী ও সিমেন্ট ব্যবসায়ীর উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। 

এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়েছে। ঘটনাটি ঘটেছে,শনিবার (১৯আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর গ্রামে। এঘটনায় আহত মাছ চাষী উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত আমিন উদ্দিন দফাদারের ছেলে জয়নুদ্দিন দফাদার বাদী হয়ে কলারোয়া থানায় ন্যায় বিচারের দাবীতে লিখিত ভাবে ৬জনের নাম উল্লেখ করে একটি এজাহার দাখিল করেছেন। 

তিনি ওই এজাহারে উল্লেখ্য করেছেন যে, পূর্বশত্রুতার জের ধরে ইমাদুল ইসলাম, রেজাউল ইসলাম, লিপি খাতুন, শাহাজুদ্দিন, মধু, ইয়াছিন আলী দলব্ধ হয়ে তারা মৎস্য ঘেরে প্রবেশ করে। এসময় তারা লোহার রড, জিআই পাইপ ও বাশের লাঠি নিয়ে মাছ চাষী জয়নুদ্দিন কে একা পেয়ে পূর্বপরিকল্পিত ভাবে তারা এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এসময় তার ডাক চিৎকারে ছেলে সুমন হোসেন এগিয়ে এসে তার পিতাকে বাচানোর চেষ্টা করে। 

এসময় ওই সন্ত্রাসীরা সিমেন্ট ব্যবসায়ী সুমন হোসেনকে ধরে বেধড়ক মারপিট করে নিলাফোলা জখম করে। তাদের হামলায় সুমন হোসেনের বাম হাত ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। সন্ত্রাসীরা ব্যবসায়ী সুমনের কাছে থাকা নগদ ২,৬২,০০০/=টাকা ও একটি ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা আহত জয়নুদ্দিন দফাদার ও সুমন হোসেনকে উদ্ধার করে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করে। 

থানা পুলিশ এজাহার পেলে ঘটনা স্থান পরিদর্শন করেছেন।

   


পাঠকের মন্তব্য